পোশাক শ্রমিকের বকেয়া বেতন-ভাতা বৃহস্পতিবার পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা
পোশাক শ্রমিকের বকেয়া বেতন-ভাতা আগামীকাল (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বলেন, ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে। এছাড়া শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে উল্লেখ করেন তিনি।