বড়দিন উপলক্ষে অভিনব সাজে ইউরোপের বিভিন্ন দেশ
বড়দিন আসতে আর ১০ দিনেরও কম সময় বাকি। এরইমধ্যে রঙ-বেরঙের আলো আর অভিনব থিমে সেজে উঠেছে ইউরোপ দেশগুলো। ভিন্নধর্মী আয়োজন আর নিত্যনতুন আইডিয়ার পসার সাজিয়ে পর্যটকদের চমক দিতে ব্যস্ত যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশ।