
দুর্বল ব্যাংকে থাকা আমানত উদ্ধারের প্রতিশ্রুতি গভর্নরের
যারা দুর্বল ব্যাংকে টাকা রেখেছেন, তাদের আরেকটু ধৈর্য্য ধরতে বললেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে, তাদের আমানত উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মঙ্গলবার এক সেমিনারে গভর্নর বলেন নিষেধ সত্ত্বেও এস আলমের ব্যাংকে টাকা রাখায় গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া সরকারের মন্ত্রণালয়ের পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে।

‘চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে, তবে কতটুকু তা পর্যালোচনার পর সিদ্ধান্ত’
বৈঠক শেষে পর্যালোচনা কমিটির প্রধান
সরকারি চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। তবে কতটুকু বাড়ানো উচিত হবে তা পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। সচিবালয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন কমিটি প্রধান আবদুল মুয়ীদ চৌধুরি। আর আন্দোলনকারীরা জানান, ৭ দিন পর পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা দিলে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা।