ভোটযুদ্ধে কামালা হ্যারিসের সামনে হিমশিম খাচ্ছেন ট্রাম্প
ভোটযুদ্ধে কামালা হ্যারিসের সামনে ক্রমশ ফিকে হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থার মধ্যেই মার্কিনদের কর কমালেও ভিনদেশিদের কর বাড়ানোর ঘোষণা সাবেক প্রেসিডেন্টের। এতেও অবশ্য খবরের শিরোনামে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। প্রতিদ্বন্দীকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে উপদেষ্টাদের পরামর্শও খুব একটা আমলে নিচ্ছেন না তিনি।