যুক্তরাষ্ট্রীয়-কাঠামো
'এক দেশ, এক নির্বাচন' বাস্তবায়নে তোড়জোড় মোদি সরকারের

'এক দেশ, এক নির্বাচন' বাস্তবায়নে তোড়জোড় মোদি সরকারের

কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী দলের জোরালো আপত্তি সত্ত্বেও 'এক দেশ, এক নির্বাচন' ব্যবস্থা বাস্তবায়নে তোড়জোড় চালাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের পরও বিরোধিতা অব্যাহত থাকায়, শেষ পর্যন্ত কীভাবে এটি বাস্তবায়ন হবে তা দেখার অপেক্ষায় আছে ভারতবাসী। হাজারও শঙ্কার মধ্যেও বিজেপি জোর দিয়ে বলছে, চলতি সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে 'এক দেশ, এক নির্বাচন' নীতি। যদিও এর জন্য সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সমর্থন এখনও জোগাড় করতে পারেনি ক্ষমতাসীনরা।