ঐতিহ্য মেনেই প্রথম ভোট দিয়েছেন ডিক্সভিল নচের বাসিন্দারা
সমান ভোট ট্রাম্প-কামালার
রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট শহর ডিক্সভিল নচের বাসিন্দারা। ৫ নভেম্বর প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন শহরের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ছয় বাসিন্দা। তাৎক্ষণিকভাবে ঘোষিত ফলে সমান তিনটি করে ভোট পেয়েছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। যদিও রিপাবলিকান রেজিস্টার্ড ভোটার ছিলেন চার জন।