লিভার: শরীরের হজম ও বিষমুক্তির প্রধান নিয়ন্ত্রক
লিভার বা যকৃৎ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি শরীরের সর্ববৃহৎ গ্রন্থি, যার অবস্থান মধ্যচ্ছদার নিচে পাকস্থলীর ডান পাশে। লিভার পিত্তরস তৈরি করে হজমে সহায়তা করে, প্রোটিন উৎপাদন করে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের ক্ষতিকর ও বিষাক্ত উপাদান নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।