চাষের জমিতে হামলে পড়ে বানর, ময়ূর আর কাঠবিড়ালি। অত্যাচারে অতিষ্ঠ হয়ে কৃষি কাজই ছাড়তে বসেছেন কৃষকরা। প্রচলিত ধর্মবিশ্বাসে প্রাণিহত্যা মহাপাপ। তাই বন্যপ্রাণী নিধনের বিকল্প খুঁজতে প্রাণিশুমারি শুরু করেছে শ্রীলঙ্কা, যাতে সাহায্য করছেন বৌদ্ধ ভিক্ষুরা।