মাছ সংকটে ব্যাহত হতে পারে নাটোরের শুঁটকি উৎপাদন
মৎস্যভান্ডার খ্যাত নাটোরের চলনবিলে শুরু হয়েছে প্রাকৃতিক উপায়ে শুঁটকি মাছ উৎপাদন। বিল পাড়ে উৎপাদিত বিভিন্ন প্রজাতি মাছের শুঁটকি দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি যায় বিদেশেও। প্রতিবছর এখানে শত কোটি টাকার বাণিজ্য হলেও এবার মাছ সংকটে ভুগছেন উৎপাদনকারীরা। এমন অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় মৎস্য বিভাগ।