সুন্দরবন বিপর্যয়ের পথে: দূষণ–অব্যবস্থাপনায় হুমকিতে জীববৈচিত্র্য
মানবসৃষ্ট নানা সমস্যায় হুমকির মুখে বিশ্বের অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট ‘সুন্দরবন’। পর্যটকবাহী জাহাজ, প্লাস্টিকপণ্য এমনকি শুটকিপল্লী সবকিছুই সুন্দরবনের শৃঙ্খলাকে নষ্ট করছে। বনের গহীনে নানা অনুষ্ঠান ঘিরে বাড়ে হরিণ শিকার। দূষণে জীববৈচিত্র্যসহ ক্ষতিগ্রস্ত হয় বনের প্রতিবেশ।