বছরে চারা বিক্রি করে নার্সারিতে আয় ৮ কোটি টাকা
কৃষি মৌসুমের পরিবর্তনে রাজশাহীর মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির চাষ। তাতে শাক-সবজির চারার যোগানে ব্যস্ততা বাড়ছে চারা উৎপাদনকারি নার্সারিগুলোয়। এতে ঘর-গৃহস্থের কাজের সাথে বাড়তি আয়ের সুযোগ হচ্ছে যুবকদের। উৎপাদিত সবজির চারা বিভিন্ন জেলার কৃষকের কাছে বিক্রি বৃদ্ধি পাওয়ায় বাড়ছে নার্সারির সংখ্যা। বছরে বিভিন্ন জাতের চারা বিক্রি করে নার্সারিগুলো আয় করছে অন্তত ৮ কোটি টাকা।