নেত্রকোণায় উদ্ধার দুই বিরল প্রজাতির মেছো বিড়ালের ছানা, গহীন বনে অবমুক্ত
নেত্রকোণার দুর্গাপুরে মুরগির ঘর থেকে আটকের পর আবারও বনে ফেরানো হলো বিরল প্রজাতির মেছো বিড়ালের দুই ছানাকে। সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার গহীন বনে মেছো বিড়ালের ছানাগুলোকে অবমুক্ত করে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা এনিমেলস অব সুসং’ এর স্বেচ্ছাসেবক ও বন বিভাগের কর্মকর্তারা।