প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকে নজর দেয়ার পরামর্শ
মূল্যস্ফীতি কমানোর মত বড় চ্যালেঞ্জ নিয়ে ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। জানুয়ারিতে ঘোষণার কথা থাকলেও মূল্যস্ফীতির অবস্থা দেখে এ নীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ফলে মূল্যস্ফীতি বাড়লে নীতি সুদ আরো ১ থেকে ২ শতাংশ বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকে নজর দিতে বলছেন বিশ্লেষকরা। তবে পতিত আওয়ামী সরকার বিনিয়োগের নামে সুদ হার ধরে রাখায় বড় ক্ষতি হয়েছে বলে জানান অর্থনীতিবিদরা। তাই জনদুর্ভোগকেই প্রাধান্য দিতে বলছেন তারা।