চতুর্থ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি আয় হলেও দুর্বল আর্থিক পূর্বাভাসের কারণে অ্যামাজনের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির আর্থিক পূর্বাভাস প্রকাশের পর অ্যামাজনের শেয়ারমূল্য ৪ শতাংশেরও বেশি কমেছে। অ্যামাজনের পূর্বাভাসে বলা হয়, প্রতিষ্ঠান চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কম আয় প্রত্যাশা করছে।