‘মুছাব্বির বলতো, ওকে যেকোনো সময় মেরে ফেলা হতে পারে’
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে তার স্ত্রী সুরাইয়া বেগম বাদি হয়ে মামলা করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, মুছাব্বির বলতো, ওকে যেকোনো সময় মেরে ফেলা হতে পারে। গতকাল (বুধবার, ৭ জানুয়ারি) রাতে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে মামলা করেন মুছাব্বিরের স্ত্রী। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।