মিয়ানমার-সেনাবাহিনী

আবারো রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার দ্বারপ্রান্তে বাংলাদেশ?

আবারো রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার দ্বারপ্রান্তে বাংলাদেশ? ১১ মাসের সহিংসতার পর বাংলাদেশ সীমান্তের অদূরে নাফ নদী সংলগ্ন মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। গেলো সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোটাই দখল করে নেয় আরাকান আর্মি। রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে দেশের পশ্চিম সীমান্তে পতন ঘটে মিয়ানমার সেনাবাহিনীর।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের রোমহর্ষক তথ্য জানালো জাতিসংঘ

মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে নীরবে নির্বিচারে হত্যাযজ্ঞ আর গ্রেপ্তার অভিযান চালিয়েছে সেনাবাহিনী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার তদন্তে উঠে এসেছে বন্দিদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের রোমহর্ষক সব তথ্য। সামরিক সহিংসতায় দেশের অর্ধেক মানুষই দারিদ্রসীমার নিচে চলে গেছে বলেও জানায় সংস্থাটি।

বিদ্রোহীদের আগ্রাসী আক্রমণে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে রাখাইন

মিয়ানমার জান্তা বাহিনীর হাত থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য দখলের দ্বারপ্রান্তে সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (২৭ আগস্ট), আন্তর্জাতিক থিংক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে দাবি করা হয়, বিদ্রোহীদের আগ্রাসী আক্রমণে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে রাখাইন। যদিও, আরাকান আর্মির বিরুদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের গুরুতর সব অভিযোগ আনা হয় ওই প্রতিবেদনে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সেনা নিপীড়নের শিকার রোহিঙ্গাদেরই এখন নিজেদের দলে যুক্ত করছে মিয়ানমার জান্তা বাহিনী।