নেত্রকোণায় হাওরে এ বছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হলেও দাম পাচ্ছেন না কৃষকরা। গেল বছর কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা মিললেও এবার দাম অর্ধেকেরও কম। চাহিদা কমের অজুহাতে কম দামে মিষ্টি কুমড়া কিনছেন পাইকাররা। এতে উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ কৃষকদের।