মিলিয়নিয়ার হতে চাইলে যেসব কৌশল অনুসরণ করবেন
আজকে যারা মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হয়েছেন, তারা যে শুরু থেকেই এমন ছিলেন, তা কিন্তু নয়। কথায় আছে, ‘বিন্দু থেকে হয় সিন্ধু'। মূলধন কিংবা অর্থের পরিপূর্ণ ব্যবহার ধীরে ধীরে তাদের আয়ের পথকে প্রশস্ত করেছে। বিশেষ করে অর্থ ব্যবহারের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার। এবার জেনে নেব, কী সেসব কৌশল-