বিষণ্নতা দূর করতে ইমোশনাল সাপোর্ট দিবে রোবট
একাকিত্ব ও বিষণ্নতায় ভোগার অন্যতম কারণ সমাজবিচ্ছিন্নতা। আর তা দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান মিক্সি ইনকর্পোরেশন। কথোপকথন ছাড়াও সঙ্গীর অনুভূতি বুঝে সে অনুযায়ী প্রক্রিয়া দেখাবে রোমি। জাপানের নার্সিং হোমগুলোয় সফলতা দেখানো রোবট রোমির বিক্রয়মূল্য ৭০ হাজার টাকা।