ইরানের প্রেসিডেন্টের জানাজায় লাখ লাখ মানুষের ঢল
ইরানজুড়ে শোকের মাতম। জানাজায় লাখ লাখ মানুষের ঢল। তাবরিজ শহরে প্রথম জানাজা শেষে তেহরানে নেয়া হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ। ৫ শহরে জানাজা শেষে বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে নিজ শহর মাশহাদে দাফন করা হবে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রাইসির নিহতের ঘটনায় ভূমিকা নেই যুক্তরাষ্ট্রের।