যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্ট মূল্যের মুদ্রা উৎপাদন
২৩০ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্ট মূল্যের মুদ্রা বা পেনির উৎপাদন। মুদ্রা উৎপাদনের ব্যয় কমাতে এবং ডিজিটাল লেনদেনের সঙ্গে তাল মেলাতে এ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বাজারে এক সেন্ট মুদ্রাগুলো প্রচলন থাকবে। এরইমধ্যে পণ্যের দাম সমন্বয়ে প্রস্তুতি নিচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, পেনির উৎপাদন বন্ধ করলে প্রতিবছর সাশ্রয় হবে প্রায় ৫৬ মিলিয়ন ডলার।