দুই বাংলাদেশি জয় করলেন বিশ্বের অষ্টম উচ্চতম ‘মানাসলু’ পর্বত
বাংলাদেশের পর্বতারোহণে যুক্ত হলো নতুন অধ্যায়। বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুতে (২৬ হাজার ৭৮১ ফুট) নতুন ইতিহাস লিখলেন দুই বাংলাদেশি। ডা. বাবর আলী হয়েছেন প্রথম বাংলাদেশি, যিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই আটহাজারি শৃঙ্গ জয় করলেন। এটি তার চতুর্থ আটহাজারি সামিট। এর আগে, তিনি সফলভাবে জয় করেছেন এভারেস্ট, লোৎসে এবং অন্নপূর্ণা-১।