বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে চলমান সরকারবিরোধী সহিংসতায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। অন্যদিকে মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইন্টারনেট বন্ধে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ইরানের। চলমান আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। ইরানের এক মানবাধিকার সংস্থার তথ্য মতে, নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী আর ১৪ জন নিরাপত্তা কর্মকর্তা।