টিকিট বিক্রিতে এগিয়ে শাকিব খানের 'তুফান'
এবারের ঈদে মুক্তি পাওয়া ৫টি চলচ্চিত্রে মধ্যে টিকিট বিক্রিতে এখনও পর্যন্ত এগিয়ে আছে রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত 'তুফান'। ঢাকার মাল্টিপ্লেক্সগুলো থেকে পাওয়া তথ্যে এমনটা জানা গেছে। ঈদের প্রথম দুই দিনের তুলনায় সিনেমা হলগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।