বছরের শেষ দিন পালন করছেন কুড়িগ্রামের সনাতন ধর্মীরা
বাংলা বছরের শেষ মাস চৈত্রের শেষ দিন আজ। এ দিনকে বলা হয়ে থাকে চৈত্র সংক্রান্তি। সনাতন ধর্মের অনুসারীগণ পূজা-অর্চনা এবং নানান আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে চৈত্র সংক্রান্তি পালন করে বিদায় জানিয়েছেন পুরাতন বছরকে। গ্রামীণ এবং নগর জীবনের মেলবন্ধনে একসাথে সবাই প্রস্তুতি নিয়েছেন নতুন বছর ১৪৩১ সালকে বরণ করতে।