ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বিভ্রান্তিকর বক্তব্য অগ্রহণযোগ্য: নয়াদিল্লি
ফিলিস্তিন, মিয়ানমার ও ভারতে মুসলমানদের খুব দুঃখ-দুর্দশা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লী। ভারত বলছে, মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াচ্ছেন খামেনি। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সরাসরি কথা বলতে রাজি আছেন বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান।