সাতক্ষীরায় মনোনয়ন যাচাই সম্পন্ন , বৈধ ১৯ বাতিল ১০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, জেলায় মোট ৩৫টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে ২৯টি। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১৯টি মনোনয়ন বৈধ ও ১০টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।