ভূতের কান্নার শব্দ বাজিয়ে চলছে কম্বোডিয়া-থাইল্যান্ডের মনস্তাত্ত্বিক যুদ্ধ!
বিতর্কিত সীমান্তে ভূতের কান্নার শব্দ বাজিয়ে কম্বোডিয়ার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে থাইল্যান্ড। ফেসবুকে এ নিয়ে অভিযোগ তুলেছেন কম্বোডিয়ার সাবেক নেতা ও সিনেট প্রেসিডেন্ট হুন সেন। শুক্রবার থেকে আজ (সোমবার, ২০ অক্টোবর) পর্যন্ত তিনি থাই সীমান্তবর্তী গ্রাম বান নং চান ও বান নং ইয়াকা-এ ভূতের সিনেমা এবং ভয়ানক শব্দ প্রচার করা হয়।