উভয় সংকটে ইরান। ইসরাইলের হামলার জবাব দিলে মধ্যপ্রাচ্যে বাড়বে উত্তেজনা। আর জবাব না দিলে প্রকাশ পেতে পারে দুর্বলতা। ইসরাইলের সঙ্গে যুদ্ধে যেতে না চাইলেও প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। পশ্চিমা নেতারাও এখানেই এর শেষ চান।