রাতের আকাশে দেখা মিললো সুপার মুনের
চাঁদের সৌন্দর্যের বিরল দৃশ্য দেখলো বিশ্ববাসী। গেল রাতের আকাশে দেখা মিললো সুপার মুনের। বছরের প্রথম সুপার ব্লু মুনের অনাবিল সৌন্দর্য খালি চোখে উপভোগ করেন এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার কোটি মানুষ। চলতি বছর ১৮ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর ও ১৫ নভেম্বর দেখা মিলবে আরও তিনটি সুপার মুনের।