সাতক্ষীরায় মদপানে তিনজনের মৃত্যু, অসুস্থ ১৮
ঈদের দিন রাতে বন্ধুরা মিলে বিষাক্ত মদ পান করায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৮ জন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ (বুধবার, ২ এপ্রিল) সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরার দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।