গার্মেন্টস কাঁচামাল ঘোষণায় চট্টগ্রাম বন্দরে এলো ১২ হাজার বোতল বিদেশি মদ
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা এক কনটেইনার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পোশাক শিল্পের কাঁচামাল ঘোষণায় আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার নামে ১২ হাজার বোতল বিদেশি মদ আনে অসাধু একটি চক্র। নানা কৌশলে নয় কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে চালানটির বের করে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল চক্রটির। তবে কাস্টমস কতৃর্পক্ষের গোয়েন্দা নজরদারিতে খালাসের আগেই ধরা পড়ে।