দূতাবাস না থাকলেও শ্রমিক যাচ্ছে মঙ্গোলিয়ায়; উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের
বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় নেই কোনো কনস্যুলার সেবা কেন্দ্র বা বাংলাদেশ দূতাবাস। এছাড়া মানবপাচার ঝুঁকির তালিকায় আছে দেশটির নাম। রয়েছে শীতকালে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার মতো বিরূপ আবহাওয়া। নানামুখী এসব সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনায় করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, পরিকল্পনা ছাড়াই কর্মী পাঠালে নিরাপত্তা ঝুঁকিসহ তৈরি হতে পারে নানা সংকট।