রাশিয়ার কাজানে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
রাশিয়ার কাজান শহরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কেউ হতাহত না হলেও এই হামলায় ব্যাপক চটেছে রাশিয়া। মস্কো পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনের সমরাস্ত্রের ভাণ্ডারে। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, রাশিয়ার অস্ত্র ভাণ্ডারেও হামলা করা হবে। এদিকে তীব্র শীতে পহেলা জানুয়ারি থেকে ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ হচ্ছে।