গাজায় ইসরাইলের ভয়াবহ আগ্রাসনে গেল তিনদিনে প্রায় দুইশ’ বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজা শহরে ইসরাইলের ভয়াবহ বিমান হামলাকে ভূমিকম্পের সামিল বলছেন স্থানীয়রা। ধ্বংসস্তুপে প্রিয়জনের মৃতদেহ খুঁজছেন সাধারণ ফিলিস্তিনিরা। এদিকে আইডিএফের দাবি, গাজায় হামাসের সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি পেয়েছে তারা। জাতিসংঘ বলছে, এই উপত্যকায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। ইরান বলছে, ইসরাইলের বিষয়ে অন্ধ হয়ে গেছে পশ্চিমারা।