ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর বিপজ্জনক বর্জ্য সরানোর প্রক্রিয়া শুরু
অবশেষে মুক্তি। ভয়াবহ ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর, ইউনিয়ন কার্বাইড কারখানার সাইট থেকে সরানো হলো ৩৩৭ টন বিপজ্জনক বর্জ্য। ভোপাল থেকে মধ্যপ্রদেশের সেহর, সেখান থেকে দেওয়াস এবং অবশেষ এসব বর্জ্য নিয়ে যাওয়া হয় পিথমপুরে। সেখানেই চলছে বর্জ্য ধ্বংস কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে, তিন মাসের মধ্যে বর্জ্য পুড়িয়ে ফেলা হবে। অন্যথায় সময় লাগতে পারে অন্তত নয় মাস।