খাবার হাতে নিয়ে সড়কে দৌড়াচ্ছেন ওয়েটাররা। আর দুই পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন সারি সারি দর্শক। প্যারিসের সড়কে এমন দৃশ্য চোখে পড়ে বছরে অন্তত একবার। ভোজনরসিক ফ্রেঞ্চদের এ উৎসব নিয়ে মাতামাতির শেষ নেই।