ব্রাহ্মণবাড়িয়ায় চালের দর নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্ক ফোর্স। অভিযানে বিভিন্ন অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার,১৯ মার্চ) দুপুরে জেলা শহরের আনন্দবাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।