আদা: মসলা ছাড়াও অতি প্রয়োজনীয় এক ভেষজ ওষুধ
আদা দৈনন্দিন জীবনে ব্যবহৃত এক অতি প্রয়োজনীয় মসলা, যা ভেষজ ওষুধ হিসেবেও ব্যবহার হয়ে থাকে। মসলা হিসেবে খাওয়া ছাড়াও রোগ প্রতিরোধে আদার ক্ষমতা একে আলাদাভাবে চেনায়। সর্দি-কাশি, আরথ্রাইটিস, মাইগ্রেন, ডায়রিয়া, গ্যাস, কনস্টিপেশন, হার্টের সমস্যা, ডায়াবেটিস, হাই-কোলেস্টোরেলের মতো জটিল রোগ নিরাময়ে বেশ উপকারি এ আদা। আদার বিভিন্ন উপকারিতা-অপকারিতা, আদা খাওয়ার নিয়ম ও এর বিভিন্ন গুণাবলী সম্পর্কে বিবিধ তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।