দেশের বরেন্দ্র এলাকায় ভূ-গর্ভস্থ পানির স্তর নামছে
দেশে কৃষি উৎপাদনে ৭০ ভাগ পানির ব্যবহার ভূগর্ভ থেকে। যে কারণে প্রতিবছরই পানির স্তর নেমে যাচ্ছে গড়ে এক থেকে দেড় ফুট। গবেষণার তথ্যমতে, ২০৩০ সালে দেশের বেশিরভাগ অঞ্চলে সুপেয় পানির স্তর নেমে যাবে ৩শ' ফিটের নিচে আর ঢাকার পানিতেও পাওয়া যাবে সমুদ্রের লবণাক্ততা। এ অবস্থায় ভূ-উপরিস্থ পানির জলধার নির্মাণ, নদী-নালা সংস্কার করা না গেলে একদিকে কৃষিতে খরচ বাড়বে কয়েকগুণ অন্যদিকে জনজীবনে পড়বে নেতিবাচক প্রভাব।