মালয়েশিয়ায় ৫-৭ মাসের বেতন না পেয়েই ছাঁটাইয়ের শিকার বাংলাদেশি কর্মীরা
মালয়েশিয়ায় পাঁচ থেকে সাত মাসের বেতন না পেয়েই ছাঁটাইয়ের শিকার হয়েছেন আড়াই শতাধিক বিদেশি কর্মী, যার সিংহভাগই বাংলাদেশি। বকেয়া বেতনের পরিমাণ প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা। আগামী বছরের নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি এলেও আশ্বস্ত হতে পারছেন না ভুক্তভোগী প্রবাসীরা। হাইকমিশন থেকে যথাযথ সহায়তা না পাওয়ার অভিযোগও রয়েছে। যদিও সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন হাইকমিশনার।