দিল্লিতে নজিরবিহীন কুয়াশায় শূন্যের কোঠায় দৃষ্টিসীমা, বিলম্বিত দুইশ’ ফ্লাইট
ভারি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। তাপমাত্রা কমার পাশাপাশি দুই শতাধিক ফ্লাইট বিলম্ব হয়েছে। দৃষ্টিসীমা নেমে গেছে প্রায় শূন্যের কোঠায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কিছুদিন থাকবে বৈরি এই আবহাওয়া। অন্যদিকে, জম্মু-কাশ্মীরে শূন্যের কাছাকাছি পৌঁছেছে তাপমাত্রা। উত্তর-পশ্চিম আর মধ্যাঞ্চলেও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন।