চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করলেন পররাষ্ট্র উপদেষ্টা
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। খুব শিগগিরই দেশের বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, দেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে। অন্তবর্তী সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং শেষে গণমাধ্যমে তৌহিদ হোসেন জানান, কোন প্রেক্ষাপটে এই সরকার এসেছে এবং পরিকল্পনা কী, সেটিই তুলে ধরা হয়েছে।