চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা
চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছে ভারত। সূত্রের বরাত দিয়ে ফাইনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, খরিফ শস্যের অংশ হিসেবে ধানের বীজ কতটা রোপণ হবে, বর্তমানে সে তথ্য সংগ্রহ করছে নয়া দিল্লি। রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে এ তথ্য জানা জরুরি। বর্ষা শুরুর এক মাস বাকি থাকতেই শুরু হয়েছে ধান রোপণ।