ভারতে-তাপপ্রবাহ
তীব্র গরম ও পানি সংকটে নাভিশ্বাস দিল্লিবাসী

তীব্র গরম ও পানি সংকটে নাভিশ্বাস দিল্লিবাসী

বিশুদ্ধ পানির অভাবে নাজেহাল দশা দিল্লির বেশিরভাগ এলাকার মানুষের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে খাবার পানি। যমুনা নদীর পানি শুকিয়ে যাওয়ায় দিল্লিবাসীকে এ সংকটে পড়তে হয়েছে বলে জানায় রাজ্য সরকার। তাই হরিয়ানা, উত্তর প্রদেশ ও হিমাচল থেকে পানি সরবারহের জন্য সুপ্রীম কোর্টের কাছে আর্জি জানায় তারা।

ভারতে দাবদাহের মধ্যেই কাজ করেন দিনমজুররা

জীবিকা উপার্জনের আর কোনো পথ নেই। তাই দাবদাহের মধ্যেই কাজ করে যাচ্ছেন দিনমজুররা। ভারতে ৬০ শতাংশ নির্মাণশ্রমিক গ্রীষ্মে ভোগেন মৃদু থেকে গুরুতর তাপজনিত উপসর্গে। সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে, দিনের মধ্যভাগের তাপমাত্রায় ২০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত উৎপাদনশীলতা কমে ভারতে।