পাকিস্তান-ভারত বধের গল্প বললেন জুনিয়র টাইগাররা
যুব এশিয়া কাপ জয় করার পর থেকেই প্রশংসার সাগরে ভাসছেন যুব এশিয়া কাপ জয়ী খেলোয়াড়রা। দেশে ফেরার পর ব্যস্ততাও যেন বেড়েছে। পাকিস্তান-ভারত বধ করে শিরোপা জয়ের গল্প শুনতে উন্মুখ যেন সবাই। সেই গল্পই জানালেন জুনিয়র টাইগাররা। একই সাথে জানিয়েছেন পরের লক্ষ্যও।