গরুর মাংসের চড়ামূল্যের বাজারে আশার আলো
গরুর মাংসের চড়ামূল্যের বাজারে আশার আলো হিসেবে সামনে এলো পরীক্ষাগারে তৈরি হাইব্রিড বিফ রাইস। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের উদ্ভাবনে ভাতের সঙ্গে পাওয়া যাবে গরুর মাংসের স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিগুণ। প্রতি কেজি ভাত বিক্রি হচ্ছে মাত্র ২ ডলারে।