মাগুরায় কোরবানির হাটে আলোচনায় মহারাজ ও ভাগ্যরাজ
মাগুরায় কোরবানির বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু ৩০ ও ৪০ মণের ষাঁড় নাম মহারাজ ও ভাগ্যরাজ। ষাঁড় দুটি এরই মধ্যে সাড়া ফেলেছে। গরু দুটি কিনলে সাথে এসি ও মোটরসাইকেল পুরস্কার দেয়ার ঘোষণাও দিয়েছেন মালিকরা। ক্রেতা আকর্ষণে ষাঁড় দুটিকে ঢাকা ও চট্টগ্রামে নেয়া হয়েছে।