এবার বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে বিপাকে ফ্রান্স। মারা যাচ্ছে পরিযায়ী পাখি। হুমকির মুখে মুরগির খামার। বন্যপ্রাণীর সুরক্ষায় সারস নিধনে মোতায়েন করা হয়েছে ব্রিগেড ও কৃষকদল।