ব্রিক লেনে ভোজনরসিকদের ফেরাতে তিন দিনব্যাপী ‘কারি ফেস্টিভ্যাল’
লন্ডনের বাংলা টাউনের ব্রিক লেন। নাম শুনলেই মনে পড়ে ব্রিটিশ কারি শিল্পের স্বর্ণযুগের কথা। একসময় এ শিল্প শুধু খাবারের স্বাদেই নয়, ব্রিটেনের অর্থনীতিতেও রেখেছিল গুরুত্বপূর্ণ ছাপ। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারাতে বসেছিল সেই জৌলুস। ভোজনরসিকদের আবারও ব্রিক লেনে আনার উদ্দেশে এবার আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল।